পিএসএলে রিশাদকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স

ছবি: পিএসএলে রিশাদ হোসেনকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স, ফাইল ফটো

লাহোরের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেননি রিশাদ। দ্বিতীয় ম্যাচ খেলে ৩১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। পাশাপাশি দলের জয়েও রাখেন অবদান। এরপরের ম্যাচে ২৬ রান খরচায় তিন উইকেট নেন রিশাদ, যথারীতি এই ম্যাচেও জিতে লাহোর।
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
২২ ঘন্টা আগে
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। নিজের শেষ ম্যাচ খেলা পর্যন্ত রিশাদই ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। বর্তমানে অবশ্য তালিকার চতুর্থ স্থানে আছে তার নাম।
রিশাদকে দলে ভেড়ানোর প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে সামিন রানা বলেন, 'যেখানেই খেলিনা কেনো, আমরা তাকে দলে চাই। আমরা জিএসএলে খেলতে পারি, অন্যান্য লিগেও খেলতে পারি। আশা করি পরের বছরেও সে এভেইলেবল থাকবে। তাহলে আজই সে নতুন করে কন্ট্রাক্ট পাবে। আগামী বছরের পিএসএলের জন্য তাকে নিতে আগ্রহী। কিন্তু আবারো বলি, ড্রাফট থাকবে।'

‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১৬ এপ্রিল ২৫
'এখনো জানি না কতজনকে রিটেইন করতে পারব। কিন্তু আমার সেরা তিনে থাকবে, যাদেরকে আমি রিটেইন করতে চাই। এখনো রিটেইন করিনি। কিন্তু এই আসর শেষ হলে যদি আমার কাছে সুযোগ থাকে, এবং সে যদি এভেইলেবল থাকে, সে শতভাগ এখানে খেলবে। সে মন থেকে একজন কালান্দার।'
মাঠের পারফরম্যান্সের বাইরে নিজের ব্যক্তিত্ব দিয়েও ফ্র্যাঞ্চাইজি মালিকের মন যুগিয়েছেন রিশাদ। যার কারণে শুধু পিএসএল নয়, অন্য কো ফ্র্যাঞ্চাইজি লিগে দল নিলে সেখানেও রিশাদকে খেলাতে চান সামিন রানা।
তিনি আরো বলেন, 'এই মুহূর্তে পিএসএলে আমাদের দল রয়েছে। টি-টেনে আমার একটি দল ছিলো, এখন আর নেই। গায়ানা সুপার লিগে আমাদের দল রয়েছে। কানাডায় আসন্ন লিগে আমাদের দল থাকতে পারে। অথবা অন্য কোন আসন্ন লিগেও। দেখেন, এটা আসলে শুধু পারফরম্যান্সের ব্যাপার নয়। কারণ কখনো পারফরম্যান্স থাকবে, কখনো থাকবে না।'
'রিশাদ আমাদের কাছে এইজন্য স্পেশাল নয় যে সে পারফর্ম করছে। সে আমাদের কাছে প্রিয় কারণ সে মানুষ হিসেবে দূর্দান্ত। আমরা পারফরম্যান্স থেকে ব্যক্তিত্বকে বেশি মূল্যায়ন করি। আপনি যদি নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিয়ে পরিবারের মত করে চলতে পারেন, তাহলে পারফরম্যান্স এমনিতেই আসবে। আগামীকাল হয়তো রিশাদের একটা বাজে দিন যেতে পারে। তার মানে এই নয় যে সে একজন ভালো প্লেয়ার নয়। আমরা এভাবে কাউকে বিচার করি না। আমরা সত্যিকার অর্থে প্লেয়ারদের সাপোর্ট করি।'