promotional_ad

বাঁহাতি পেসার না থাকায় সমস্যা দেখছেন না সিমন্স

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফিল সিমন্স
বাংলাদেশ চার পেসার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন খালেদ আহমেদও। তাদের চারজনেরই পরিচয় ডানহাতি পেসার। স্কোয়াডে কোনো বাঁহাতি পেসার না থাকায় অনেকেই মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।

promotional_ad

যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন বাঁহাতি পেসার না থাকায় কোনো চাপ নেই। দলে যে চারজন পেসার আছেন তাদের প্রত্যেকেই মানসম্পন্ন। ফলে তাদের নিয়েই জিম্বাবুয়েকে হারানোর প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ। তবে বাঁহাতি পেসার থাকলে সুবিধা হতো সেটাও স্বীকার করেছেন তিনি।


আরো পড়ুন

‘খেললেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’

৪৬ মিনিট আগে
অনুশীলনে নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সিমন্স বলেছেন, 'না, আমার মনে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সময়ে আপনার দলে বাঁহাতি পেসার থাকলে ভালো। কিন্তু আপনি যদি না থাকে আর আপনার স্কোয়াডে যদি মানসম্পন্ন তিন-চার জন ডানহাতি পেসার থাকে...। অনেক সময় আপনি তিনজন বাঁহাতি পেসার নিয়ে খেলতে পারবেন না। আমাদের দলে যে ৪ জন পেসার আছে তাদের নিয়ে আমরা খুশি।'


promotional_ad

জিম্বাবুয়ে দলের সবচেয়ে বড় তারকা ধরা হচ্ছে ব্লেসিং মুজারাবানিকে। এই পেসার বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো করেন। ১০ টেস্টের ক্যারিয়ারে মুজারাবানি এর আগে একবারই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সিমন্সের আশা বাংলাদেশের ব্যাটাররা অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং মুজারাবানিকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেবেন না।


আরো পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়েকে একই কাতারে রাখছেন উইলিয়ামস

২২ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে শন উইলিয়ামস, ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেন, 'উইকেট যদি পেসারদের বাড়তি সুবিধা দেয় তাহলে সে (ব্লেসিং মুজারাবানি) দুনিয়ার যেকোনো দলের জন্যই হুমকি স্বরূপ। উচ্চতা তাকে ভিন্ন একটা বাড়তি সুবিধা দেয়। তবুও আমাদের অনেক ছেলেই আগে তার বিপক্ষে খেলেছে, বেশিরভাগই হয়ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাকে নিয়ে সবার ধারণা আছে। আমার ধারণা তারা এটা নিশ্চিত করবে তার বিপক্ষে খেলার জন্য তাদের উপায় জানা আছে।'


এক সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে সিরিজ হতো নিয়মিত। প্রতি সিরিজেই একাধিক টেস্টও থাকত। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে জিম্বাবুয়ে না থাকায় তাদের বিপক্ষে টেস্ট খেলা হয়ই না বলা যায়। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে বলে বিশ্বাস সিমন্সের। তবে টেস্টে শীর্ষ দলগুলোর মধ্যে জায়গা করে নিতে আরও উন্নতি করতে হবে বলে জানালেন এই কোচ।


তিনি বলেছেন, '২০০৫ সালের সঙ্গে এখনকার যদি আপনি তুলনা করেন তাহলে অনেক কিছুই উন্নতি হয়েছে। যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল তারা কিভাবে ক্রিকেট খেলতো... এখন অনেক উন্নতি হয়েছে। কিন্তু আপনি যেখানে যেতে চান সেটা টপ থ্রি- সেখানে যাওয়ার জন্য আপনার আরও উন্নতির জায়গা আছে। তারা অনেক উন্নতি করেছে কিন্তু আরও উন্নতির সুযোগ আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball