কনওয়ের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি, লাথামের শতক
চা-বিরতির পর টিভি ক্যামেরায় দেখা যায় কেন উইলিয়ামসনকে। পুরো ব্যাটিং গিয়ার পরে ড্রেসিংরুমে শ্যাডো ব্যাটিং করছিলেন তিনি। সকাল থেকে প্রস্তুত থাকলেও প্রথম দিনে ব্যাটিংয়ে নামা হয়নি নিউজিল্যান্ডের তিন নম্বর ব্যাটারের। ডেভন কনওয়ে ও টম লাথামের ওপেনিং জুটিতেই কেটে যায় পুরো দিন।