আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল
লর্ডসে ঐতিহাসিক এক মহারণ শেষ হলো মাত্র ২৩ রানের ব্যবধানে। শোয়েব বশিরের বলে মোহাম্মদ সিরাজের ডিফেন্স, কিন্তু বল ফিরে গিয়ে ভেঙে দিল স্টাম্প। সঙ্গে ভেঙে গেল ভারতের স্বপ্নও। এমন এক লড়াইয়ের পর ভারতীয় শিবিরে আছে কষ্টের দীর্ঘশ্বাস, সঙ্গে খানিকটা গর্বও।