বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

ছবি: বিসিবি

বিপিএল নিয়ে প্রতি বছরই সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। প্রতি আসরের আগে আশার কথা শোনানো হলেও শেষ পর্যন্ত সমালোচনাকে পাশ কাটাতে পারে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক যুগ পেরিয়ে গেলেও বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে নিজেদের ভুল শুধরে বিপিএলকে বদলে দিতে চায় বিসিবি।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
কদিন আগেই বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন মাহবুব আনাম। দায়িত্ব নিয়েই বিসিবির এই পরিচালক জানান, বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবেন তাঁরা। কথা অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছেন বিপিএলের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তারা।

১০ বছরে লিটন সামর্থ্যের ৫০ শতাংশও দিতে পারেনি, দাবি পাইলটের
৪ ঘন্টা আগে
যার অংশ হিসেবে ১৪ জুলাই মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান ও বিসিবির পরিচালকরা।
সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা। জানা গেছে, ১৫ জুলাই বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসরদের সঙ্গেও আলাপ করবেন তারা।