আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

ছবি: শুভমান গিল, ফাইল ফটো

১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ভারত ছিল আট উইকেট ১১২ রানে! এমন অবস্থায় রবীন্দ্র জাদেজা একাই ম্যাচে ফিরিয়ে আনেন ভারতকে। জসপ্রিত বুমরাহর সঙ্গে গড়েন ২২ ওভারের জুটি, এরপর সিরাজকে নিয়ে ১৩ ওভার টেনে নিয়ে যান জয় থেকে মাত্র ২৩ রান দূরে।
‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
১৩ জুলাই ২৫
শেষপর্যন্ত ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিন্তু তার সঙ্গীর অভাবে অপূর্ণ থেকে যায় ভারতের মহাকাব্য। জাদেজার এমন লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক শুভমান গিল।

তিনি বলেন, 'তিনি (জাদেজা) ভারতের অন্যতম মূল্যবান খেলোয়াড়। তার অভিজ্ঞতা, বোলিং-ব্যাটিং-ফিল্ডিং—সব মিলিয়ে যা দেয়, সেটা বিরল। আর আজ যেভাবে স্থিরতা দেখিয়েছে, সেটা অসাধারণ ছিল। লোয়ার অর্ডারের সাথে ব্যাটিং নিয়ে আমরা আগের ম্যাচগুলোতেও আলোচনা করেছি। আজ তারা যেভাবে সাহস দেখিয়েছে, সেটা ছিল দারুণ।'
দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা
৪ জুলাই ২৫
'আমরা শেষ পর্যন্ত যেভাবে ম্যাচে ছিলাম, তাতে মনে হচ্ছিল যদি একটি জুটি আরও ১০ রান যোগ করত, তাহলে আমরা খুব কাছাকাছি যেতে পারতাম। আর আমার মনে হয়, এটা দলের পক্ষ থেকে একটি অত্যন্ত গর্বের প্রচেষ্টা।'
তবে আক্ষেপও আছে। সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের টপ অর্ডার ঝলসে উঠেছিল। কিন্তু লর্ডসে রাহুল আর পান্ত ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। প্রথম ইনিংসে সেই ছন্দপতনের ধাক্কা দ্বিতীয় ইনিংসেও রয়ে যায়।
ভারত অধিনায়ক আরো বলেন, 'আমার মনে হয়, আমরা গতকাল এবং আজ ততটা ভালো খেলিনি। টপ অর্ডারে যদি আমরা ৫০ রানের একটি বা দুটি জুটি গড়তে পারতাম, তাহলে পরে ব্যাটিং সহজ হতো। দুর্ভাগ্যবশত, এবারই প্রথম সিরিজে আমরা ততটা ভালো করতে পারিনি। কিন্তু এমনটা হয়।'