
সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে র্যাঙ্কিংয়ে মার্করামের বড় লাফ
প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করাম খেলেছিলেন ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস। ডানহাতি ব্যাটারের এমন বীরোচিত ইনিংসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতে সাউথ আফ্রিকা। ২৭ বছরের আক্ষেপ ঘুচানো শিরোপা জিতিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। শিরোপা জেতার কয়েক দিন পর আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এগোলেন মার্করাম।