১২ বছর পর ওয়ানডেতে ইংল্যান্ডকে সিরিজ হারাল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক
১২ বছর পর ইংল্যান্ডকে সিরিজ হারাল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ক্রিকেট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মাউন্ট মঙ্গানুইতে সবার আসা-যাওয়ার মিছিলে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন হ্যারি ব্রুক। প্রথম ওয়ানডেতে ‘ওয়ান ম্যাচ শো’ দেখালেও হ্যামিল্টনে এসে জ্বলে উঠতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক। মিচেল স্যান্টনারের বলে ফেরার আগে ব্রুক করেন ৩৪ রান। ব্রুকের ব্যর্থতার দিনে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি এসেছে জেমি ওভারটনের ব্যাট থেকে। ব্লেয়ার টিকনারের ৩৪ রানে ৪ উইকেট পাওয়ার দিনে সফরকারীরা অল আউট হয়েছে মাত্র ১৭৫ রানে।

সহজ লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের জয়টা সহজ করে দিয়েছেন ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। টানা দুই ম্যাচে ইংলিশদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ঘরের মাঠে সিরিজ জিতেছে ২০০৮ সালের পর। সিরিজের শেষ ম্যাচটি হবে ১ নভেম্বর, ওয়েলিংটনে।

হ্যামিল্টনে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের চতুর্থ বলেই উইল ইয়াংকে ফেরান জফরা আর্চার। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। ডানহাতি ওপেনার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। প্রথম ওভারে উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন রাচিন ও কেন উইলিয়মসন। তাদের দুজনের ৪২ রানের জুটি ভাঙেন ওভারটন।

ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ইন সাইড এজে বোল্ড হয়েছেন উইলিয়ামসন। ৩৯ বলে ২১ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তৃতীয় উইকেটে জুটি গড়েন রাচিন ও মিচেল। তাদের দুজনের ব্যাটেই একশ ছাড়িয়ে যায় নিউজিল্যান্ড। দারুণ ব্যাটিংয়ে ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাচিন। যদিও পঞ্চাশ ছোঁয়ার পরই ফিরতে হয়েছে তাকে। আর্চারের গতিময় ডেলিভারিতে হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়েছেন।

৭ চার ও এক ছক্কায় ৫৮ বলে ৫৪ রান করেছেন রাচিন। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি টম লাথাম। ৭ বলে ২ রান করে রশিদের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। দ্রুত ফিরেছেন মাইকেল ব্রেসওয়েলও। একটু পর ৫৬ বলে হাফ সেঞ্চুরি করেন মিচেল। শেষ পর্যন্ত ১৭ বলে ৩৪ রান করা স্যান্টনারকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন ডানহাতি এই ব্যাটার। ফেরার ম্যাচে ৪ মেইডেনসহ ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন আর্চার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। টিকনার, নাথান স্মিথদের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ১৭৫ রানে আটকে দেয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন ওভারটন। এ ছাড়া ব্রুক ৩৪, জো রুট ২৫ এবং জেমি স্মিথ ১৩ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে টিকনার চারটি ও স্মিথ দুইটি উইকেট।

আরো পড়ুন: নিউজিল্যান্ড