ফেরার ম্যাচে বাবরের ডাক, হারল পাকিস্তান

আন্তর্জাতিক
ফেরার ম্যাচে বাবরের ডাক, হারল পাকিস্তান
বাবর আজম, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘ সমালোচনার পর গত বছরের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। সবশেষ ১০ মাসে পাকিস্তানের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলা হয়নি ডানহাতি এই ব্যাটারের। এশিয়া কাপে ব্যাটারদের ব্যর্থতার পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরানো হয়েছে বাবরকে। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য জ্বলে উঠতে পারেননি তিনি।

কর্বিন বশের শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে কভারে রিজা হেনড্রিক্সের হাতে ক্যাচ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ফেরার ম্যাচে ২ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। বাবরের প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউই। সাইম আইয়ুব ৩৭, মোহাম্মদ নাওয়াজ ৩৬ ও সাহিবজাদা ফারহানের ২৪ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না পাকিস্তানের জন্য। হেনড্রিক্সের হাফ সেঞ্চুরির সঙ্গে বশের ক্যারিয়ারসেরা বোলিং ও জর্জ লিন্ডের অলরাউন্ড পারফরম্যান্সে ৫৫ রানের জয় পেয়েছে সাউথ আফ্রিকা।

রাওয়ালপিন্ডিতে জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। সাইম ও সাহিবজাদার দুজনই বেশ খানিকটা ধীরগতিতে ব্যাটিং করেছেন। ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে ভাঙে তাদের দুজনের ৩১ রানের উদ্বোধনী জুটি। লিজাড উইলিয়ামসের লেংথ ডেলিভারিতে জায়গা বানিয়ে কাট করার চেষ্টায় বোল্ড হয়েছেন সাহিবজাদা। ১৯ বলে ২৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন বাবরও।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পাশাপাশি প্রত্যাশিত রান তুলতে না পারায় চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ আরও খানিকটা বেড়েছে সালমান আলী আঘার বিদায়ে। শুরুতে দেখেশুনে খেললেও পরবর্তীতে হাতখুলে খেলতে চেয়েছিলেন সাইম। তবে ২৮ বলে ৩৭ রান করে ফিরতে হয় তাকে। পরবর্তীতে আসা-যাওয়ার মিছিলে ছিলেন উসমান খান, হাসান নাওয়াজরা। শেষের দিকে নাওয়াজের ২০ বলে ৩৬ রান হারের ব্যবধানই শুধু কমিয়েছে। ১৩৯ রানে অল আউট হয় পাকিস্তান। সাউথ আফ্রিকার হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন বশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন কুইন্টন ডি কক ও হেনড্রিক্স। একেবারে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা। ইনিংসের চতুর্থ ওভারে ১৩ বলে ২৩ রান করা ডি কককে ফিরিয়ে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাইম। ডানহাতি অফ স্পিনারের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তিনে নেমে একই ধাঁচে খেলেছেন টনি ডি জর্জিও।

আউট হওয়ার আগে ১৬ বলে ৩৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ডেওয়াল্ড ব্রেভিস, ম্যাথু ব্রিটজকে ও দোনোভান ফেরেইরা ব্যর্থ হলেও ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন হেনড্রিক্স। পরবর্তীতে ২২ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন লিন্ডে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে সাউথ আফ্রিকা। পাকিস্তানের হয়ে নাওয়াজ তিনটি এবং সাইম দুইটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

আরো পড়ুন: বাবর আজম