
মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকবেন ওপেনার নাইম
শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করেছেন নাইম শেখ। সাধারণত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়েই ব্যাট করে থাকেন তিনি। হুট করে তাকে চার নম্বরে খেলানোর কারণে অবাক হয়েছিলেন অনেকে। তবে ম্যাচ শেষে জানা যায় জাকের আলী ইনজুরিতে থাকায় তার পরিবর্তে নাইমকে সুযোগ দেয়া হয়েছিল।