ভারতের গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রেয়াসের আল্ট্রাসাউন্ড স্ক্যান হবে। সেই স্ক্যানের ফলাফলের ভিত্তিতে বোঝা যাবে তার পাঁজরের চোটের প্রকৃত অবস্থা। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দীনশ পারদিওয়ালার নেতৃত্বে একটি বিশেষ দল শ্রেয়াসের চিকিৎসা ও পুনর্বাসনের দিকে নজর রাখছেন।
কয়েক দিন আগে শ্রেয়াসের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে এবং রিপোর্ট দেখেছেন পারদিওয়ালা। রিপোর্ট অনুযায়ী, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং হালকা শরীরচর্চা শুরু করেছেন। তবে সম্পূর্ণ অনুশীলনে ফেরার আগে আরও সময় প্রয়োজন।
শ্রেয়াসের পুনর্বাসন অন্যান্য ক্রিকেটারদের মতো বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হবে। তবে অনুশীলন শুরু করার আগে চিকিৎসকদের অনুমতি নেয়া হবে। বোর্ডও চায় না যে তিনি সময়ের আগে মাঠে ফিরুন।
শ্রেয়াস অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে একটি ক্যাচ ধরার সময় পাঁজরে চোট পান। প্রথমে চোটের মাত্রা স্পষ্ট হয়নি, তবে পরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং কিছুদিন আইসিইউতে ছিলেন। পাঁজরে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে কিছুদিন কাটাতে হয়েছে।
ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পরও বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই শ্রেয়াসকে ধাপে ধাপে অনুশীলনে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। ভারতের মিডল অর্ডার ব্যাটারের মাঠে প্রত্যাবর্তন সময়সাপেক্ষ হলেও সুস্থভাবে হবে বলে আশা করা হচ্ছে।