‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে আসল প্রতিভা বেরিয়ে আসে’

ভারত- সাউথ আফ্রিকা সিরিজ
‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে আসল প্রতিভা বেরিয়ে আসে’
সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বর্তমানে ভারতের টি–টোয়েন্টি দলে ফিনিশারের ভূমিকায় খেলছেন জিতেশ শর্মা। শুভমান গিল ওপেনিংয়ে ফিরতেই সাঞ্জু স্যামসনকে নেমে আসতে হয় নিচের দিকে, আর সেই অবস্থানে স্যামসনের রানও খুব বেশি চোখে পড়ার মতো নয়। বিপরীতে জিতেশ তার স্বাভাবিক জায়গাতেই আরও স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের পর জিতেশকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন, দলে স্যামসনের সঙ্গে তার সম্পর্ক প্রতিযোগিতামূলক হলেও সেটি সম্পূর্ণ ইতিবাচক।

এ নিয়ে জিতেশ বলেন, 'আমি খুব কৃতজ্ঞ যে তিনি দলে আছেন এবং আমি তার অধীনে খেলছি। তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো।'

তিনি আরও যোগ করেন, 'স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে আপনার আসল প্রতিভা বেরিয়ে আসে। সাঞ্জু ভাই বাইরে আছেন, আর আমি খেলছি। তিনি দারুণ খেলোয়াড়, সেরাদের একজন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাকে সেরা খেলাটা খেলতেই হবে।'

টি–টোয়েন্টি বিশ্বকাপের পরপরই স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটি ভারতের জন্য বেশ কার্যকর ছিল। তবে গিল ফিরতেই ওপেনিং জায়গা ছাড়তে হয় স্যামসনকে, আর দলে জায়গা পেলে তাকে মাঝের বা নিচের দিকে ব্যাটিং করতে হচ্ছে। বিষয়টি নিয়ে দলপতি সূর্যকুমার যাদব জানান, ওপেনার ছাড়া সবাইকে প্রস্তুত থাকতে হবে বিভিন্ন পজিশনে খেলতে।

সূর্য বলেন, 'সাঞ্জু যখন দলে এসেছে, তখন সে ওপরে ব্যাট করেছে। কিন্তু ওপেনার ছাড়া বাকিদের খুবই ফ্লেক্সিবল হতে হবে। সে দারুণ খেলেছিল ওপেনিংয়ে। কিন্তু শুভমান তার আগেই শ্রীলঙ্কা সিরিজে খেলেছে, তাই জায়গাটা তারই ছিল।'

'আমরা সাঞ্জুকে সুযোগ দিয়েছি, আর সে ৩ থেকে ৬, যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত ছিল। ওপেনার ছাড়া সবাইকে ফ্লেক্সিবল থাকতে হবে, এটা আমি সব ব্যাটারদেরই বলেছি।'

আরো পড়ুন: জিতেশ শর্মা