
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না ব্রাইডন কার্সের। তার বিকল্প হিসেবে সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭৫ লাখ রুপিতে এই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্স আপরা।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএলের গত আসরের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামের আগে সেই অধিনায়কেই ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে নিলাম থেকে শ্রেয়সকে দলে নেয় পাঞ্জাব কিংস। তখনই বোঝা যাচ্ছিল নতুন অধিনায়কের অধীনেই চলতি বছর আইপিএলে খেলতে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের আগে কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মতো আইপিএল কোচিং করাতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল অ্যাপে ঘোষণা করেছে দিল্লি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। এবার কোচিং স্টাফে আরও একজন নতুন সদস্য যোগ করেছে দিল্লি। ম্যাথু মটকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ছিলেন ডোয়াইন ব্রাভো। নতুন মৌসুমের আগে চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর সাবেক অলরাউন্ডার। ব্রাভোর রেখে যাওয়া জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করেছিল বিসিসিআই। তবে চূড়ান্ত দিনক্ষণ সূচি ঘোষণার পর দেখা গেছে আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ থেকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। মোহাম্মদ গাজানফারের বিকল্প হিসেবে মুজিবের দ্বারস্থ হয়েছে মুম্বাই।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করে বিসিসিআই। আইপিএল শুরুর মাসখানেক আগে সেই তারিখেও পরিবর্তন আনছে তারা। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, একদিন পিছিয়ে ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। তিনি যে অধিনায়কত্ব পাবেন, সেই ইঙ্গিত পেয়েছিলেন গত আইপিএল চলার সময়ই! খোদ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত হতে বলা হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে টিম ডিরেক্টর মো বোবাট, প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং রজতের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি এই ঘোষণা করে। পাশাপাশি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও এমনটা জানায় তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম তিন মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে মেগা নিলামের আগে ডানহাতি ব্যাটারকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ। রাহুলের জায়গায় রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক!