আইয়ারের আইপিএল সেরা ইনিংসে জয়ে শুরু পাঞ্জাবের
আর্শদীপ সিংয়ের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন সাই সুদর্শন। টাইমিং ভালো হলেও সীমানার কাছে থাকা শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার। সুদর্শন যখন ফেরেন ম্যাচ জিততে তখনও গুজরাট টাইটান্সের প্রয়োজন ৪৫ বলে ৯৯ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমেই ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড।