promotional_ad

স্টার্কের ৫ উইকেট, দিল্লির সহজ জয়

মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট
ইনিংসের প্রথম ওভারেই রান আউট হয়ে ফিরলেন অভিষেক শর্মা। টপ অর্ডারে ব্যাটিংয়ে আসা ইশান কিশান, নীতিশ কুমার রেড্ডিও আউট হয়েছেন দ্রুতই। ব্যাট হাতে দারুণ শুরু পাওয়া ট্রাভিস হেডও ইনিংস বড় করতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন অনিকেত ভার্মা। বাঁহাতি পেস বোলিংয়ে হায়দরাবাদকে গুঁড়িয়ে দেয়া মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট।

promotional_ad

অনিকেতের হাফ সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ান পেসারের দাপুরে বোলিংয়ে দেড়শ ছাড়িয়ে থামে হায়দরাবাদ। মাঝারি লক্ষ্য তাড়ায় জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসি ও অভিষেক পোরেলদের ব্যাটে সহজ জয়ই পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়েছেন অক্ষর প্যাটেলরা।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণ খোলাসা করলেন স্টার্ক

২৭ ফেব্রুয়ারি ২৫
বোলিং অনুশীলনে মিচেল স্টার্ক, ফাইল ফটো

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় ম্যাকগার্ক ও ডু প্লেসি মিলে দিল্লিকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫২ রান তুলেছেন তারা দুজন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা ডু প্লেসি হাফ সেঞ্চুরি পেয়েছেন ২৬ বলে। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।



promotional_ad

জিসান আনসারীর ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন ডু প্লেসি। সাউথ আফ্রিকান ওপেনার আউট হয়েছেন তিন ছক্কা ও তিন চারে ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে। দলের রান একশ হওয়ার আগেই আউট হয়েছেন ম্যাকগার্ক। জিসানের লেংথ ডেলিভারিতে তারই হাতে ক্যাচ দিয়েছেন তিনি।


আরো পড়ুন

পুরো বছর জুড়েই অবিশ্বাস্য ফিনিশিংয়ের কল্পনা করেছিলেন আশুতোষ

২৫ মার্চ ২৫
পুরো বছর জুড়েই অবিশ্বাস্য ফিনিশিংয়ের কল্পনা করেছিলেন আশুতোষ শর্মা (ডানে), ফাইল ফটো

অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার ফিরেছেন ৩২ বলে ৩৮ রান করে৷ চোট কাটিয়ে দলে ফিরে সুবিধা করতে পারেননি লোকেশ রাহুল। ডানহাতি উইকেটকিপার ব্যাটার সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন। ৫ বলে ১৫ রান করেছেন রাহুল। তবে পরবর্তীতে দিল্লির ম্যাচ শেষ করেছেন ১৮ বলে ৩৪ রান করা পোরেল ও ১৪ বলে ২১ রান করা ট্রিস্টিয়ান স্টাবস। হায়দরাবাদের হয়ে ৪২ রানে তিনটি উইকেট নিয়েছেন জিসান।



এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। ৩৭ রানে ৪ উইকেট হারানো হায়দরাবাদ শেষ পর্যন্ত ১৬৩ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন অনিকেত। এ ছাড়া হেনরিখ ক্লাসেন করেছেন ৩২ রান। দিল্লির হয়ে স্টার্ক ৫টি ও কুলদীপ যাদব নিয়েছেন তিন উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball