promotional_ad

অভিষিক্ত অশ্বিনীতে মুম্বাইয়ের প্রথম জয়

অভিষেকে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন অশ্বিনী কুমার, বিসিসিআিই
অশ্বিনী কুমারের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে আড়াআড়িভাবে খেলতে চেয়েছিলেন আজিঙ্কা রাহানে। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। রাহানে ফিরিয়ে আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই নিজের প্রথম উইকেট তুলে নেন অশ্বিনী।

promotional_ad

রাহানের পর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দ্রে রাসেলের উইকেটও নিয়েছেন ডানহাতি এই পেসার। আইপিএলের নিজের অভিষেক ম্যাচে ৩ ওভারে ২৪ রান খরচায় অশ্বিনী নিয়েছেন ৪ উইকেট। ভারতের প্রথম বোলার হিসেবে আইপিএল অভিষেকে চার উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী পেসার। সবমিলিয়ে আইপিএল অভিষেকে আলজারি জোসেফ, অ্যান্ড্রু টাই, শোয়েব আখতারের পর চতুর্থ সেরা বোলিং ফিগারে ৪ উইকেট শিকার করেছেন অশ্বিনী।


আরো পড়ুন

মুম্বাইয়ের হারের দিনে হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা

৩০ মার্চ ২৫
বিসিসিআই

মুম্বাই ইন্ডিয়ান্স পেসারের এমন বোলিংয়ে কলকাতাটা আটকে গেছে মাত্র ১১৬ রানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলমান মৌসুমে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। আইপিএলে ইতিহাসে দশমবারের মতো ১২০ রানের নিচে অল আউট হয়েছে কলকাতা। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই ছয়বার ১২০ রানের আগেই গুটিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতার এমন অনাকাঙ্খিত রেকর্ডের দিনে তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন রাঘুবংশী।



promotional_ad

ওয়াংখেড়েতে ১১৭ রানের লক্ষ্য তাড়ায় সহজ জয়ই পাওয়ার কথা ছিল মুম্বাইয়ের। রায়ান রিকেলটনের ব্যাটে শেষ পর্যন্ত হয়েছেও তাই। শুরুটা একটু ধীরগতির হলেও পরবর্তীতে রান তোলার গতি বাড়িয়েছেন দুই ওপেনারই। যদিও তাদের জুটি বড় হতে দেননি রাসেল। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে চেয়েছিলেন রোহিত শর্মা। তবে ব্যাটের নিচের কানায় লাগায় মিড অনে হার্শিত রানার হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি ওপেনার। 


আরো পড়ুন

প্রভসিমরান-আইয়ারে পাঞ্জাবের জয়

১১ ঘন্টা আগে
বিসিসিআই

ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা রোহিত কলকাতার বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। ইনিংসের প্রথম ওভারে স্পেন্সার জনসনের বিপক্ষে ভুগলেও পরবর্তীতে জড়তা কাটিয়ে ব্যাটিং করতে থাকেন রিকেলটন। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৩ বলে। মুম্বাইয়ের জার্সিতে বাঁহাতি ওপেনারের এটি প্রথম হাফ সেঞ্চুরি। তিনে নেমে সুবিধা করতে পারেননি উইল জ্যাকস। ইংলিশ ব্যাটারকেও ফিরিয়েছেন রাসেলই।



ডানহাতি পেসারের প্রতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার গতির স্লোয়ার ডেলিভারিতে শর্ট মিড অফে রাহানের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রানের ইনিংস খেলা জ্যাকস। চারে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ের দিনে মাত্র ৯ বলে অপরাজিত ২৭ রান করেছেন ডানহাতি ব্যাটার। হাফ সেঞ্চুরি পাওয়া রিকেলটন অপরাজিত ছিলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball