চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ‘প্রত্যাশিত’ হার
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অনেকটা প্রাত্যহিক রুটিনের মতো। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইশ রানের দেখা পেলেও প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন দুইশ রান পেরিয়ে বাংলাদেশ জিতে যাবে এমনটা হয়ত কল্পনার জগতেই সম্ভব। শেষ পর্যন্ত জয়ের আশাটা কল্পনার জগতেই আটকে থেকেছে। ২০১ রান তাড়ায় যেমন শুরু দরকার ছিল তানজিদ হাসান তামিম সেটার চেষ্টাই করেছেন। তবে বাঁহাতি ওপেনার ফিরেছেন ইনিংস বড় করতে পারার আগেই।