এবার জানা গেছে উল্টো এই ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে নির্ধারিত আইসিসি বৈঠকে এই বিষয়টি তোলা হবে।
সেখানে ভারতীয় বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে চায়। সাইকিয়া জানান, বিসিসিআই শুরু থেকেই ভারত সরকারের নীতি মেনে চলেছে এবং এই টুর্নামেন্টটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন।
সাইকিয়া বলেন, '০-৬ গল্পটা কল্পিত। ০-৩ ফলাফল পরিষ্কার, যা ভারতের পক্ষে দাঁড়ায়। ফাইনালে তিলক অপারেশনের পর যা ঘটেছিল তা দুর্ভাগ্যজনক, তবে পাকিস্তানকে হারানোর জন্য আমরা আমাদের দলের ওপর গর্বিত।'
বিতর্কের শুরুটা হয়েছিল ভারতীয় দল এসিসি সভাপতি ও পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করে। যদিও বিসিসিআই দাবি করেছে ফাইনালের পর নাকভি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যান। সাইকিয়া বলেন, 'আমরা আশা করি ট্রফি ও মেডেল দ্রুতই ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হবে।'