
বিশ্বাস আছে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জেতা বাংলাদেশ কদিন আগে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। সহযোগী দেশের কাছে সিরিজ হারলেও ফিল সিমন্সের আশা ওই হারের ধাক্কা জাগিয়ে তুলবে লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের। এমনকি সিরিজ জেতার আশাও ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান কোচ। সিমন্সের এমন কথার পর দিন লিটন জানালেন, তারা বিশ্বাস করেন বাংলাদেশ বিশ্বের যেকোন দলকেই হারাতে পারেন।