রিজওয়ানের সঙ্গে পরামর্শ করেই পাকিস্তানের অধিনায়ক হয়েছেন আফ্রিদি

আন্তর্জাতিক
রিজওয়ানের সঙ্গে পরামর্শ করেই পাকিস্তানের অধিনায়ক হয়েছেন আফ্রিদি
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাউথ আফ্রিকা সিরিজের আগে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহীন শাহ আফ্রিদিকে নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ড অবশ্য ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে সরানোর কারণ জানায়নি। রিজওয়ানের সঙ্গে যাতে মনোমালিন্য না হয় সেটা আগেই সেরে নেন শাহীন আফ্রিদি। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাঁহাতি পেসার নিশ্চিত করেছেন, রিজওয়ানের সঙ্গে কথা বলেই ওয়ানডে দলের দায়িত্ব নিয়েছেন।

টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ৫০ ওভারের ক্রিকেটে রিজওয়ানের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। নিজের প্রথম সিরিজেই অস্ট্রেলিয়াতে স্মরণীয় এক সিরিজ জয় পায় পাকিস্তান। পরবর্তীতে রিজওয়ানের নেতৃত্ব পাকিস্তান জিতেছে জিম্বাবুয়েতে। এ ছাড়া সাউথ আফ্রিকাকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করেছিলেন রিজওয়ানরা। গত বছরটা দুর্দান্ত কাটলেও ২০২৫ সালে ভালো করতে পারেনি পাকিস্তান।

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলেছিল পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডের কাছে শিরোপা খোয়ায় তারা। পরবর্তীতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি স্বাগতিকরা। বরং গ্রুপ পর্বের তলানিতে থেকেই শেষ করতে হয়েছিল পাকিস্তানকে। এ ছাড়া দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হেরেছে তারা।

কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হারতে হয়েছে রিজওয়ানের দলকে। ধারণা করা হচ্ছে, এমন হারের পরই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। এক সিরিজ পরই টি-টোয়েন্টির নেতৃত্ব হারানো শাহীন আফ্রিদিকে দেয়া হয় ওয়ানডে দলের দায়িত্ব। ভবিষ্যতে যাতে কোনো মনোমালিন্যের সৃষ্টি না হয় সেটার জন্য আগেই রিজওয়ানের সঙ্গে আলাপ করে নিয়েছেন তিনি। পাশাপাশি মানুষ রিজওয়ানের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।

এ প্রসঙ্গে শাহীন আফ্রিদি বলেন, ‘আমি যখন (অধিনায়ক) হওয়ার কথা শুনেছি তখন রিজওয়ানই একমাত্র ব্যক্তি যার সঙ্গে আমার পাকিস্তানের অধিনায়ক হওয়ার সম্ভাবনা এবং সে কী ভাবছে ও কী চায় সেটা নিয়ে আলোচনা করেছি। রিজওয়ান একজন ভালো মানুষ এবং রিজওয়ান নিজেই সিদ্ধান্ত নিয়েছে সে সরে যাচ্ছে এবং আমি তাঁর জায়গা নিচ্ছি। আমি তাঁর সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

অধিনায়ক হিসেবে শাহীন আফ্রিদির শুরুটা হয়েছে বেশ ভালোভাবে। ফয়সালাবাদে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পায় পাকিস্তান। কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে আবরার আহমেদের বোলিংয়ের পাশাপাশি সাইম আইয়ুবের ব্যাটে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। দেশের মাটিতে প্রথমবার সাউথ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়ে অধিনায়কত্বের শুরুটা করেছেন শাহীন আফ্রিদি।

আরো পড়ুন: শাহীন শাহ আফ্রিদি