তিন ম্যাচের সিরিজের তৃতীয়টিতে পাকিস্তান জিতেছে ছয় উইকেটে। এতে ৩-০ ব্যবধানে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে শাহীন শাহ আফ্রিদির দল। এটি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ।
ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২১১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে পাকিস্তান ৩২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। বোলিংয়ে মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৪৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
তার পাশাপাশি হারিস রউফ ও ফয়সাল আকরাম নেন দুটি করে উইকেট। রিজওয়ান অপরাজিত ৯২ বলে ৬১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুই দলই চারটি করে পরিবর্তন এনে নেমেছিল মাঠে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা প্রথম আট ওভারে ৫৫ রান তোলে। তবে এরপর পরপর আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা (২৪) ও কামিল মিশারা (২৯)। কুশল মেন্ডিস ও সামারাউইক্রামার ৪৩ রানের জুটি দলকে একশ পার করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা।
৬৫ বলে ৪৮ রান করা সামারাউইক্রামা ছিলেন দলের সেরা ব্যাটার। মেন্ডিস করেন ৩৪। বাকিদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। পাভান রাত্নায়েকে শেষে ৩২ রান করে দলকে ২১১ পর্যন্ত নিয়ে যান।
রান তাড়ায় পাকিস্তান শুরুতেই হারায় হাসিবউল্লাহকে, যিনি এই ম্যাচেও শূন্য রানে ফিরেছেন। এরপর ফখর ও বাবরের ৭৪ রানের জুটি দলকে এগিয়ে নেয়। ফখর করেন ৪৫ বলে ৫৫ ও বাবর ৫২ বলে ৩৪ রান। ভ্যান্ডারসে এই দুইজনসহ সালমান আলী আঘাকে (৬) আউট করেন।
১১৫ রানে চার উইকেট পড়ে কিছুটা চাপ তৈরি হলেও সেটি সামলে নেন রিজওয়ান ও হুসাইন তালাত। তাদের ১০০ রানের অপরাজিত জুটিতে পাকিস্তান নিশ্চিত করে সহজ জয়। তালাত ৫৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন।