ড্রয়ে শ্রীলঙ্কা সফর শুরু বাংলাদেশের
গল টেস্টের চতুর্থ দিন শেষে নাঈম হাসান জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য সুযোগ আছে। শ্রীলঙ্কার হয়ে সংবাদ সম্মেলনে এসে এক প্রকার ঘোষণাই দিয়েছিলেন তারা জয়ের জন্য যাবেন। সকালের প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে দিনের শেষ দুই সেশনে ম্যাচ জিতে নেয়ার আশা ছিল লঙ্কানদের। গলে ম্যাচের তিনটা ফলাফলে সম্ভাবনাই ছিল। উইকেট বিবেচনায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা যেমন ছিল তেমনি শ্রীলঙ্কারও সুযোগ ছিল। তবে সবচেয়ে সম্ভাব্য ফলাফলটা ছিল ড্র। বাংলাদেশের জন্য হেরে যাওয়াটা একটু কঠিনই ছিল।