বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সংবাদ
বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ শেষে দুই দলের সামনে এখন টি-টোয়েন্টি লড়াইয়ের পালা।

এরই মধ্যে রবিবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন নিয়মিত প্রায় সবাই। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

তবে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে। আর বাকি দুই টি-টোয়েন্টি ৭ ও ৯ ডিসেম্বর। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

আর শেষ টি-টোয়েন্টি ম্যাচটি রাখা হয়েছে সকাল ১০টায়। ১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে রয়েছেন তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটারও। তাদের মধ্যে আছেন দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই:

দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

আরো পড়ুন: বাংলাদেশ