৬ উইকেটে জিতল পাকিস্তান, বাংলাদেশের সিরিজ হার

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
৬ উইকেটে জিতল পাকিস্তান, বাংলাদেশের সিরিজ হার
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তানের মেয়েরা, ক্রিকেট পাকিস্তান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দ্বিতীয় ও ‍তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে শেষ দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়াতে হয়েছে সাদিয়া ইসলাম-হাবিবা ইসলাম পিংকিদের। কক্সবাজারে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ৬ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই ইমান নাসিরের উইকেট হারায় পাকিস্তান। অতশী মজুমদারের বলে পিংকির হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাসির। দ্বিতীয় ‍উইকেটে জুটি গড়ে তোলার চেষ্টা করলেও সেটা বড় হতে দেয়নি বাংলাদেশ। তৃতীয় ওভারে রান আউট হয়ে ফিরেছেন রাহিমা সৈয়দ। দুই চারে ভালো শুরু পাওয়া রহিমা ৮ বলে ১০ রান করে আউট হয়েছেন।

পরবর্তীতে কমল খান ও আকশা হাবিব মিলে সফরকারীদের টেনে নিয়ে গেছেন। দলীয় ৫৩ রানের সময় জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন মেধা। ৩২ বলে ২১ রান করে মেধার হাতে ক্যাচ দিয়েছেন আকশা। একটু পর ফিরেছেন ৪৬ বলে ২৫ রান করা কমল খান। তবে ফিজা ফিয়াজ ১৮ ও আরিশা আনসারি ৭ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে আউট হয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, মাইমুনা নাহার, অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজনা মেধারা। শেষের দিকে জ্বলে উঠতে পারেননি হাবিবা, ববি খাতুনরা। সাদিয়া আক্তারের ৩০ বলে ২৮ রানের সুবাদে ৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ তিনটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল— ৮৪/১০ (১৯.১ ওভার) (সাদিয়া আক্তার ২৮, সুমাইয়া ৯, হাবিবা ৯; বারিরাহ ৩/১৬, রোজিনা ২/১৬)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল— ৮৫/৪ (১৭ ওভার) (কমল ২৫, আকশা ২১, ফিজা ১৮*, রাহিমা ১০; অতশী ১/১৪, ফারজানা ১/৩০)

আরো পড়ুন: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল