শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সানুল বীরারত্নের হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে দুইশর আগেই আটকে দেয়ার কাজটা করেছিলেন আকাশ। সহজ লক্ষ্য তাড়া করে সিরিজ জিততে বাকি কাজটা সেরেছেন ব্যাটাররা। জারিফ সিয়াম ও আদ্রিতো ঘোষের হাফ সেঞ্চুরির সঙ্গে কাউসার আহমেদ এবং আকাশ রয়ের ব্যাটে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কাকে ৫ উইকেট হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের ছেলেরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই জিহান মেন্ডিসের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন মোহাম্মদ নাইম। প্রথম ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন জারিফ ও কায়সার। তাদের দুজনের ব্যাটেই শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন তারা দুজন। তিন চারে ৪৬ বলে ৩০ রান করা কায়সারের বিদায়ে ভাঙে তাদের জুটি। একটু পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন জারিফ। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর ফিরতে হয়েছে তাকে। তিন চার ও দুই ছক্কায় ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরেছেন কেনুলা ফিলিয়াঙ্গার বলে আউট হয়ে। পাঁচে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন রাকিবুল হোসেন।

দ্রুতই দুই উইকেট হারানোর পর আদ্রিতো ও আকাশ রয় মিলে জুটি গড়ে তোলেন। সাবধানী ব্যাটিংয়ে ৬৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন আদ্রিতো। তবে তিনিও জারিফের মতো পঞ্চাশ ছোঁয়ার পরই আউট হয়েছেন। মেন্ডিসের বলে তাঁরই হাতে ক্যাচ দেয়ার আগে ৭৭ বরে ৫৪ রান করেছেন আদ্রিতো। শেষ পর্যন্ত আকাশ ৩৩রানে অপরাজিত থেকে জুনায়েদ হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।

সকালের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেম নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সফরকারীদের কিছুটা পথ দেখানোর চেষ্টা করেন সানুল। রান আউটে কাটা পড়ার আগে ৯১ বলে ৬৬ রান করেছেন তিনি। এ ছাড়া লঙ্কানদের হয়ে হিরুন ৩৭, হিমারু দেশান ১৯ এবং মিনুগা নেথসারা ২২ রান করেছেন। বাংলাদেশের হয়ে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন আকাশ।

আরো পড়ুন: বাংলাদেশ