প্রতি বছরই সাংবাদিকরা বিএসজেএ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। ২০২৪ সালে ১০ বছর বিরতি দিয়ে আবারও শুরু হয়েছিল এই টুর্নামেন্টটি। এরই ধারাবাহিকতায় এ বছরও হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
মিডিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক মানবজমিন এবং সময় টিভি ও দৈনিক নয়া দিগন্ত। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সঙ্গে চলবে দুটি ম্যাচ।
এরপর সকাল ১০টায় ক্রিকফ্রেঞ্জির মুখোমুখি হবে এটিএন বাংলা। একই সময় জাগো নিউজের সঙ্গে লড়বে ডিবিসি টেলিভিশন। এরপর সকাল ১১টায় মাঠে নামবে টি স্পোর্টস ও কালের কন্ঠ, একই সময় লড়বে চ্যানেল আই ও কালবেলা। বেলা ১২টায় ডেইলি সানের মুখোমুখি হবে দেশ রূপান্তর এবং দিনের শেষ ম্যাচে ডেইলি স্টারের বিপক্ষে খেলবে দৈনিক ইনকিলাব।
এদিকে রবিবার এই টুর্নামেন্টকে ঘিরে অনুষ্ঠিত হয় জার্সি উন্মোচন। সঙ্গে অনুষ্ঠিত হয় ড্র, যেখানে গ্রুপ এইচে জায়গা পেয়েছে ক্রিকফ্রেঞ্জি। সঙ্গে আছে এটিন বাংলা, দীপ্ত টিভি ও বাংলা ভিশন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান, বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু ও রংপুর রাইডার্সের ভাইস চেয়ারম্যান তাসভীরুল ইসলাম। তা ছাড়া ছিলেন বিএসজেএর সভাপতি আরিফুল রহমান বাবু।
মোট ৪টি প্লটে গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এইচ গ্রুপে স্থান পায় ক্রিকফ্রেঞ্জি। আর ড্রতে গ্রুপ 'এ' তে আছে সমকাল, 'বি' গ্রুপে ডেইলি সান, 'ই' গ্রুপে সময় টিভি, 'এফ' গ্রুপে টি-স্পোর্টসসহ বাকিরা ভিন্ন ভিন্ন গ্রুপে জায়গা করে নেয়।