সব ঠিক থাকলে ২১ ডিসেম্বর বাংলাদেশে আসবেন আর্থার। অবশ্য হেড কোচ বাংলাদেশে আসার আগেই অনুশীলন শুরু করবে রংপুর। জানা গিয়েছে, ১৯ বা ২০ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করবে রংপুর।
২৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকাতেই অনুশীলন করবে রংপুর। ২৫ ডিসেম্বর সিলেটের উদ্দেশ্যে বিপিএল খেলতে রওনা হবে নুরুল হাসান সোহানের দল। এর আগে ঢাকাতেই আর্থারের অধীনে চলবে ফ্র্যাঞ্চাইজিটির অনুশীলন।
বিপিএলে অংশ নেয়ার পুর্বে এক সংবাদ সম্মেলনে সোহান বলেন, 'রংপুর সবসময় ভালো টিম করে এবং ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওইভাবে টিম করে। তো যেটা বললাম যে আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে সবগুলো টিমই খুব ভালো টিম হয়েছে এবং টুর্নামেন্টটাও কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে।'
'আশা করব ভালো খেলার। আসলে বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। তাই আমরা সবাই চাবো যাতে আমাদের সেরা পারফর্মটা মাঠে করতে পারি ইনশাআল্লাহ।'
বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিতে বেশ এগিয়েই রংপুর। তাদের ৪ জনের পাশাপাশি নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে তারা দলে টেনেছে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে। এ ছাড়া দেশি ক্রিকেটার হিসেবে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছে রংপুর।
নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগের মতো স্থানীয় ক্রিকেটারদের।