টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াডটি চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত একই স্কোয়াড খেলবে। ম্যাচগুলো আফগানিস্তানের হোস্টিংয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই সিরিজকে বিশ্বকাপের আগে দল গঠন ও কম্বিনেশন যাচাইয়ের ভালো সুযোগ হিসেবে দেখছে আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের ফর্ম ও ভূমিকা বোঝার ক্ষেত্রে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রশিদ খানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন। এ ছাড়া বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও জায়গা ধরে রেখেছেন। তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও দলে নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজে খেলেননি ফজল হক ফারুকি। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে। পাশাপাশি রহস্য স্পিনার মুজিব উর রহমানের অন্তর্ভুক্তি দলে স্পিন বিভাগকে আরও শক্তিশালী করেছে। তার ফেরার ফলে মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়, যেখানে আরও আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরীফি।

২০২৬ সালের জানুয়ারির ‍চতুর্থ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন রশিদরা। সেই সিরিজটি খেলার জন্য বিপিএল ছাড়তে হবে রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি এবং জিয়া উর রহমান শরীফিকে। ১৫ কিংবা ১৫ জানুয়ারি বিপিএল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যেত পারেন তারা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই

আরো পড়ুন: