‘কোমায়’ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন

অস্ট্রেলিয়া ক্রিকেট
ডেমিয়েন মার্টিন, ফাইল ফটো
ডেমিয়েন মার্টিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। ৫৪ বছর বয়সী এই ব্যাটার ‘বক্সিং ডে’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরীক্ষার পর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় মার্টিনের শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসে। ইএসপিএনক্রিকইনফোকে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইনের তথ্যমতে, বক্সিং ডে'তে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি প্রথম প্রকাশ্যে মার্টিনের অসুস্থতার খবর জানান। তিনি তার ৬পিআর রেডিও অনুষ্ঠানে বলেন, 'ডেমিয়েন মার্টিন বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি।'

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টও উদ্বেগের কথা জানিয়েছেন। নিউজ কর্পকে তিনি বলেন, 'সে সেরা চিকিৎসা পাচ্ছে। আমান্ডা ও তার পরিবার জানে, অনেক মানুষ তার জন্য প্রার্থনা করছে।' এদিকে গোল্ড কোস্ট হাসপাতালের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মার্টিন বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডেমিয়েন মার্টিন। ক্যারিয়ারে ৬৭টি টেস্টে ৪৬.৩৭ গড়ে করেছেন ৪৪০৬ রান, আছে ১৩টি সেঞ্চুরি।

ওয়ানডেতে ২০৮ ম্যাচে ৫৩৪৬ রান করার পাশাপাশি জিতেছেন ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ এবং ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি। স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়ার সফল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।