ওয়েলিংটনে আর মাঠেই নামতে পারবেন না টিকনার

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ওয়েলিংটনে আর মাঠেই নামতে পারবেন না টিকনার
ব্লেয়ার টিকনার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। বেসিন রিজার্ভে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেয়ার সময় তিনি গুরুতরভাবে আঘাত পান। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেয়া হয় এই পেসারকে।

নিউজিল্যান্ড এখনো টিকনারের ইনজুরির চূড়ান্ত অবস্থা জানায়নি। যদিও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, ৩২ বছর বয়সী এই পেসারের বাম কাঁধ ছুটে গেছে, তিনি আর দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না। বোলিং বা ফিল্ডিং কোনোটাই করার সম্ভাবনা নেই বলেই টিম ম্যানেজমেন্ট মনে করছে।

নিউজিল্যান্ড এক বিবৃতিতে বলেছে, 'ব্লেয়ার টিকনার দ্বিতীয় টেস্টে আর বল বা ফিল্ডিং করবেন না। ব্যাট করাও খুবই অনিশ্চিত। প্রথম দিনে বাউন্ডারি থামাতে গিয়ে তার কাঁধ সরে গেছে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'টিকনারকে গতরাতে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। আজ তিনি দলে যোগ দেবেন এবং বিশেষজ্ঞের পরামর্শের পর তার ফেরার সময় ঠিক হবে।'

প্রথম দিনে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৫ রানে থামিয়েছিলেন টিকনার। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ইনিংস শুরু করে বিনা উইকেটে ২৪ রান থেকে, লক্ষ্য ছিল প্রথম ইনিংসে ভালো লিড নেয়া। সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় ওয়েলিংটনের এই ম্যাচটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সিরিজজুড়ে ইনজুরির ধাক্কায় ভুগছে ব্ল্যাক ক্যাপসরা। পেসার ম্যাট হেনরি ও নাথান স্মিথ আগেই ছিটকে গেছেন। স্পিনার মিচেল সান্টনারও নেই দলে। অন্য ফাস্ট বোলার উইল ও’রুর্কি, বেন সিয়ার্স ও ম্যাট ফিশারও ইনজুরি বা পুনর্বাসন প্রক্রিয়ায় কারণে দলে নেই।

আরো পড়ুন: ব্লেয়ার টিকনার