ওয়েলিংটনে আর মাঠেই নামতে পারবেন না টিকনার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। বেসিন রিজার্ভে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেয়ার সময় তিনি গুরুতরভাবে আঘাত পান। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেয়া হয় এই পেসারকে।