আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয়দিন চলাকালীন গিল ও গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানেই ওয়ানডে দল চূড়ান্ত করেছেন তারা। গিলের সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
সেই টুর্নামেন্টের পর ওয়ানডে সিরিজ খেলেনি তারা। গত অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতের। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশ সফরে যেতে পারেনি তারা। যার ফলে কয়েক মাস পর ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন রোহিত -বিরাট কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ভারতের জার্সিতে খেলবেন তারা। অধিনায়কত্ব হারানোয় এখন শুধুই বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন রোহিত।
২০২১ সালের ডিসেম্বরে পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে ৫৬ ম্যাচে ৪২ জয়ের বিপরীতে হেরেছে ১২টিতে। এ ছাড়া একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ জিতিয়েছেন তিনি। তবে পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়ে ২০২৩ সালে জিতিয়েছেন আরেকটি এশিয়া কাপ।
এ ছাড়া রোহিতের নেতৃত্ব ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। সবশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিতরা। তবে ২০২৭ বিশ্বকাপে সুযোগ পেতে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে এবং পারফর্ম করতে হবে রোহিতকে। পারফর্ম করতে না পারলে বিশ্বকাপ খেলার দৌড় থেকে ছিটকেও যেতে পারেন তিনি। একই চিত্র কোহলির ক্ষেত্রেও।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ হয়নি দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ড সফরে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজেও খেলা হচ্ছে না ঋষভ পান্তের। এশিয়া কাপে পাওয়া চোটে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়াও। এশিয়া কাপ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত।
যদিও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। তাদের পরিবর্তে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল ও ইয়াশভি জয়সাওয়াল। অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টির দলও দিয়েছে ভারত। চোটের কারণে ছিটকে যাওয়া হার্দিকের জায়গায় সুযোগ পেয়েছেন নীতিশ। এশিয়া কাপ খেলা বাকিদের সবাই আছেন স্কোয়াডে।
ওয়ানডে স্কোয়াড- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, ইয়াশভি জয়সাওয়াল।
টি-টোয়েন্টি স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং এবং ওয়াশিংটন সুন্দর।