ছিটকে গেলেন ও’রুর্কি, বদলি লিস্টার

আন্তর্জাতিক
ছিটকে গেলেন ও’রুর্কি, বদলি লিস্টার
উইকেট প্রাপ্তির পর উইল ও’রুর্কির উদযাপন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চলমান জিম্বাবুয়ে সফরে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। পেস আক্রমণে শক্তি কমে যাচ্ছে দলটির। নাথান স্মিথের পর এবার সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উইল ও’রুর্কি।

সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন ও’রুর্কি। সেই টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি ও’রুর্কি। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনটি উইকেট নেন তিনি।

সেই টেস্টের তৃতীয় দিনে পিঠে ব্যাথা পান ও’রুর্কি। এ কারণেই মূলত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছে এই পেসারকে। তার কাভার বা বিকল্প হিসেবে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বেন লিস্টার।

তিনি অবশ্য টেস্ট চলাকালীন দলে যোগ দেন, এবার দলের সঙ্গে রয়ে যাবেন লিস্টার। এদিকে ও’রুর্কি ও স্মিথ চোটের কারণে ছিটকে যাওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে কিউই একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে।

জ্যাকারি ফোকস, জ্যাকব ডাফি এবং ম্যাট ফিশারের মধ্যে দুজনের টেস্ট অভিষেক হতে পারে। এদের মধ্যে ফোকস এবং ডাফি কিউইদের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন। ফিশার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন।

এই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৭ আগস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

আরো পড়ুন: উইল ও’রুর্কি