একই চোটে নিউজিল্যান্ড সফরেও যাওয়া হচ্ছে না ডানহাতি এই পেসারের। শামারের পাশাপাশি চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না আলজারি জোসেফের। এমন অবস্থায় টেস্ট দলে ডাক পেয়েছেন কেমার রোচ। সবশেষ জানুয়ারিতে মুলতানে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সি অজায় শিল্ডস। মুলতানে পাকিস্তানের বিপক্ষে খেলা কাভিম হজকেও ফেরানো হয়েছে দলে। জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে। নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে দুই সপ্তাহের হাই পারফরম্যান্স ক্যাম্প করেছেন রোচ শিল্ডস।
টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ওয়ানডে খেলছে। তারা দুজন দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। সিরিজ শুরুর আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড— রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), অ্যালিক আথানাজে, ত্যাগনারায়ন চন্দরপল, জাস্টিন গ্রিভস, কাভিম হজ, শাই হোপ, টেভিন ইমালচ, ব্রেন্ডন কিং, জোহান লেইনে, অ্যান্ডারসন ফিলিপ, কেমর রোচ, জেইডেন সিলস এবং অজায় শিল্ডস।