ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী আর নেই

আন্তর্জাতিক
ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী আর নেই
দিলীপ দোশী, ভারত,
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলা সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশী আর নেই। লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আশির দশকে জাতীয় দলে খেলা এই স্পিনারের মৃত্যুতে ভারতের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দিলীপ দোশীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুকালে তিনি স্ত্রী কালিন্দী, ছেলে নয়ন দোশী এবং মেয়ে বিশাখাকে রেখে গেছেন। নয়ন নিজেও ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম নেয়া দিলীপ দোশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান ১৯৭৯ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে। ৩২ বছর বয়সে অভিষেক হলেও ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে তার শিকার ১১৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র এবং বাংলার হয়ে খেলেছেন তিনি।

দোশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, রবি শাস্ত্রীসহ অনেক সাবেক ক্রিকেটার। টেন্ডুলকার লিখেছেন, '১৯৯০ সালে যুক্তরাজ্যে প্রথম দিলীপ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় এবং সেই সফরে তিনি নেটে আমাকে বল করেছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমিও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। ওনার আত্মা শান্তিতে থাকুক।'

অনিল কুম্বলে লিখেছেন, 'দিলীপ ভাইয়ের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বর তার পরিবার ও বন্ধুদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন। নয়ন, তোমার জন্য সমবেদনা রইল বন্ধু।'

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, হেডিংলিতে চলমান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিনে দিলীপ দোশীর স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে ভারতীয় দল।

আরো পড়ুন: দিলীপ দোশী