বুমরাহ নয় ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল

ছবি: শুভমান গিলের (বাম পাশে) সঙ্গে অনুশীলনে রোহিত শর্মার (ডানপাশে) খুনসুটি, ফাইল ছবি

ব্যাট হাতে ছন্দে না থাকায় অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত। বছরজুড়ে পারফর্ম করতে না পারায় আগে থেকেই রোহিতের টেস্টের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। অনেকের ধারণা ছিল, ইংল্যান্ড সফরে দেখা যাবে না ভারতের টেস্ট অধিনায়ককে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইপিএল চলাকালীন আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন ডানহাতি এই ওপেনার।
টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিতের
২৩ ঘন্টা আগে
রোহিত অবসর নেয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। ডানহাতি ওপেনারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ড সফরেও একটি ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন তারকা এই পেসার। বর্তমানে সহ-অধিনায়ক হওয়ায় ধারণা করা হচ্ছিল, বুমরাহ ই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক।

যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে খানিকটা পিছিয়েই আছেন বুমরাহ। প্রায়শই চোটে পড়ার কারণে ভিন্নভাবে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বুমরাহ তিন সংস্করণের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাকে বেছে বেছে টেস্ট খেলানো হতে পারে। এমনটা হলে ইংল্যান্ডের বিপক্ষেও দু-একটি টেস্টে বিশ্রাম পেতে পারেন সময়ের অন্যতম সেরা পেসার।
বৃষ্টির নাটক ছাপিয়ে গুজরাটের শ্বাসরুদ্ধকর জয়
৭ মে ২৫
এ ছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নতুন অধিনায়ক বাছাই করতে চান তারা। বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা এমন একজন খেলোয়াড় চাই যে পাঁচ টেস্টের সবকটি খেলতে পারবে এবং সে (বুমরাহ) খুব সম্ভবত সহ-অধিনায়কের দায়িত্ব পাবে।’
এসব বিবেচনায় ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন গিল। টেস্ট এখনো ভারতকে নেতৃত্ব না দিলেও ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া ওয়ানডে এবং টেস্টে ভারতের সহ-অধিনায়কও ছিলেন তিনি। তবে আইপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে গিলের। হার্দিক পান্ডিয়া আবারও মুম্বাইয়ে যোগ দেয়ায় গত বছরে গিলকে অধিনায়ক করে গুজরাট টাইটান্স।
আইপিএলের সবশেষ আসরে অবশ্য ডানহাতি ব্যাটারের অধীনে ভালো ক্রিকেট খেলতে পারেনি তারা। তবে চলতি মৌসুমে দল হিসেবে দারুণ ছন্দে আছে আইপিএলের একবারের চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে তারা। ৫ হাফ সেঞ্চুরিতে ৫০৮ রান করে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিনে আছেন গিল। ভারতীয় স্কোয়াডে অধিনায়ক হতে পারেন এমন বিবেচনায় আছেন শুধু লোকেশ রাহুল।