promotional_ad

ভারতকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার উল্লাস, ফাইল ফটো
ভারতকে হারিয়ে এক দশক পর বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে অজিরা। একইসাথে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। অসাধারণ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

promotional_ad

আর কোনও সমীকরণ অবশিষ্ট থাকল না ভারতের সামনে। আগামী ১১-১৫ জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দর্শক ভারত!


এর আগে ২০১৪-২০১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজটি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর টানা চার মৌসুম বোর্ডার-গাভাস্কার ট্রফি ছিল ভারতের দখলে। অবশেষে সেই ট্রফিটি উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।


ছয় উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এ দিন দলটি টিকেছে মাত্র ৪৭ বল। ১৬ রান যোগ করেই অলআউট হয় সফরকারীরা। একে একে সাজঘরে ফেরত যান রবীন্দ্র জাদেজা (৪৫ বলে ১৩), ওয়াশিংটন সুন্দর (৪৩ বলে ১২), মোহাম্মদ সিরাজ (১১ বলে ৪) এবং জসপ্রিত বুমরাহ (৩ বলে ০)। 


promotional_ad

দ্বিতীয় ইনিংসে ভারত থামে ১৫৭ রানে। ৪৫ রান খরচায় ছয় উইকেট নেন স্কট বোল্যান্ড। ৪৪ রান খরচায় তিন উইকেট নেন ইয়াট কামিন্স। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬২ রানের। এ দিন ব্যাটিংয়ে নামলেও ফিল্ডিংয়ের সময় আর নামতে পারেননি বুমরাহ।


ছোটো লক্ষ্য তাড়ায় শুরু থেকে দারুণ সব শট খেলতে থাকেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাওয়াজা। যদিও ইনিংস বড় করতে পারেননি কনস্টাস। ১৭ বলে ২২ রান করে ফিরে যান তিনি। প্রসিধ কৃষ্ণার বলে মিডঅফে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ হন তিনি। তিনে নামা মার্নাস ল্যাবুশেনকেও সুবিধা করতে দেননি কৃষ্ণা।


২০ বলে ৭ রান করে গালিতে ইয়াসভি জায়সাওয়ালের হাতে ধরা পড়েন তিনি। ঠিক একই কৌশলে পরাস্ত হয়ে ফিরে যান যান স্টিভ স্মিথও। ছয় বলে চার রান করে জায়সওয়ালের তালুবন্দি হন তিনি।


তারপর খাওয়াজাকে ৪১ রানে থাকতে উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতের ক্যাচ বানান মোহাম্মদ সিরাজ। ততক্ষণে ১০৪ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এরপর আর লড়াইয়ে টিকেনি ভারত। ট্রাভিস হেড ও বেউ ওয়েবস্টার চতুর্থ উইকেটে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ৩৮ বলে ৩৪ রান করেন হেড। ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball