সরে দাঁড়ানো মানেই অবসর নয়: রোহিত
![অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/ii4f5520ddbfd5f5a36b5130.webp)
ছবি: অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা, ফাইল ফটো
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই বাজে সময় পার করছেন রোহিত। এই সিরিজে কেবল তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিন টেস্ট মিলিয়ে করেন মোটে ৩১ রান। ভারত হেরে গেছে এই তিন টেস্টের দুটিতেই।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার, অধিনায়ক রোহিত
২৫ জানুয়ারি ২৫![ম্যাচের মাঝে রোহিত শর্মা, আইসিসি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/8dc325dcb28800aJec7bbby2.jpg)
এই সফরের আগে দেশের মাঠে টানা দুটি সিরিজেও রান পাননি রোহিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজে চার ইনিংসে তার রান ছিল ৪২। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে ছয় ইনিংসে ছিল ৯১।
নিজেকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নেয়া প্রসঙ্গে রোহিত বলেন, 'সিদ্ধান্তটি কঠিন ছিল অবশ্যই। তবে সব পারিপার্শ্বিকতা মাথায় রেখে, এটা বোধসম্পন্ন একটা সিদ্ধান্ত ছিল। খুব বেশি দূরে তাকাচ্ছি না আমি। এই মুহূর্তে দলের যেটা দরকার, সেটাই ভাবনায় ছিল। অন্য কিছু (অবসর) নয়।'
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
'এই সিদ্ধান্ত কোনো অবসর নয় কিংবা এমন নয় যে খেলা থেকে সরে যাচ্ছি। এই ম্যাচ থকে সরে গেছি, কারণ ব্যাটে রান আসছে না। তবে পাঁচ মাস পর বা দুই মাস পর রান আসবে না, এই নিশ্চয়তা তো নেই! যথেষ্ট ক্রিকেট দেখেছি জীবনে এবং জানি যে, সবকিছু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি দিন বদলায়।'
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
১২ ঘন্টা আগে![টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/37ab23bYc5E4EcyfO7a26404.jpg)
ভারতকে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সেই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত। তবে টেস্ট থেকে এখনই সরে যেতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন এই ওপেনার।
তিনি আরও বলেন, 'আমার আত্মবিশ্বাস আছে যে, পরিস্থিতি বদলাতে পারে। পাশাপাশি জীবনে বাস্তবতাও বুঝতে হবে। কোন লোক ভেতরে মাইক্রোফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ কিংবা কলম নিয়ে বসে আছে, তারা কী লিখছে বা বলছে, এসব দিয়ে আমাদের জীবন বদলাতে পারে না।'
'এত বছর ধরে খেলাটা খেলছি। লোকে তাই সিদ্ধান্ত নিতে পারে না যে, আমরা কবে চলে যাব বা কখন খেলব না কিংবা কখন বাইরে থাকতে হবে বা অধিনায়কত্ব করতে হবে। আমি বোধসম্পন্ন পরিণত একজন মানুষ, দুই বাচ্চার বাবা। কাজেই আমি জানি, জীবনে কখন কোনটি দরকার।'