পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মাফাকা

আন্তর্জাতিক
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মাফাকা
সাউথ আফ্রিকার জার্সিতে কিউনা মাফাকা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি এবং পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকা। তার পরিবর্তে ওটেনিল বার্টম্যানকে টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে।

আগামী ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকা। পরবর্তীতে প্রোটিয়াদের সিরিজ পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়েছে বার্টম্যানকে। তবে পাকিস্তান সফরের ওয়ানডে দলে মাফাকার বদলি হিসেবে লিজাড উইলিয়ামসকে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত সপ্তাহে নিউল্যান্ডসে ওয়েস্টার্ন প্রোভিন্সের বিপক্ষে লায়ন্সের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময় মাফাকা চোট পান। প্রথম ইনিংসে ৫.৫ ওভার বল করার পর তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন।

স্ক্যান রিপোর্টে বড় ধরনের কোনো চোট ধরা না পড়ায় তিনি দ্বিতীয় ইনিংসে নতুন বলে বল করেন। ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে লায়ন্সকে ইনিংস ও ১৩৪ রানের ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে সেই চোটই আসন্ন দুটি সিরিজ থেকে ছিটকে দিয়েছে।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, 'পরবর্তী স্ক্যান ও চিকিৎসা মূল্যায়নে দেখা গেছে, মাফাকার গ্রেড ১ ও ২ মাত্রার ইনজুরি হয়েছে, এবং তিনি পরবর্তী চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন।'

সাউথ আফ্রিকার দীর্ঘ পাকিস্তান সফর শুরু হবে ১২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর ২৮ অক্টোবর থেকে তিনটি টি-টোয়েন্টি এবং তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সিরিজ শেষ হবে ৮ নভেম্বর।

আরো পড়ুন: কিউনা মাফাকা