ল্যাবুশেনের জায়গায় ওয়ানডে দলে ফিরেছেন তারই রাজ্য দলের সতীর্থ ম্যাট রেনশ। শেফিল্ড শিল্ডে ল্যাবুশেনের সঙ্গেই শতক পাওয়া রেনশ সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন। বিশেষ করে ঘরোয়া ওয়ানডে ও ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট খেলা রেনশ এবার ওয়ানডে অভিষেকের খুব কাছাকাছি। আগে দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি। এই সিরিজে ওপেনার হিসেবে নয়, তিন বা চার নম্বরে খেলতে পারেন বাঁহাতি এই ব্যাটার।
অন্যদিকে চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবারও খেলছেন না। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক এবং উইকেটরক্ষক জশ ইংলিস।
অ্যালেক্স ক্যারি প্রথম ম্যাচে খেলবেন না। এ সময় তিনি শেফিল্ড শিল্ডে ব্যস্ত থাকবেন। তরুণ ক্রিকেটার মিচেল ওয়েন এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে কনকাশনের কারণে বাদ পড়েছিলেন তিনি।
ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্যও দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেগুলো অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।