মুস্তাফিজকে মিস করেছে দুবাই ক্যাপিটালস, স্বীকার করলেন নবি

আইএল টি–টোয়েন্টি
সতীর্থদের সঙ্গে মুস্তাফিজুর রহমান
সতীর্থদের সঙ্গে মুস্তাফিজুর রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে আইএল টি-টোয়েন্টির পুরো আসরে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্যের স্পষ্ট ছাপ রেখেছেন এই কাটার মাস্টার। নিয়মিত উইকেট নিয়ে দলটির অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছিলেন তিনি।

মুস্তাফিজের অনুপস্থিতি যে দলটির জন্য বড় ধাক্কা ছিল, সেটাও স্পষ্ট হয়ে ওঠে নকআউট ম্যাচে। আইএলটি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নেন মুস্তাফিজ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি ছিলেন শীর্ষ পাঁচে। যারা তার উপরে আছেন প্রত্যেকেই মুস্তাফিজের চেয়ে বেশি ম্যাচে খেলেছেন।

বিশেষ করে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতার কারণে খুব দ্রুতই দুবাই অধিনায়ক মোহাম্মদ নবীর নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত হয়েছিলেন এই বাংলাদেশি পেসার। নক আউটে তাই মুস্তাফিজকে মিস করেছেন দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবি।

বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে হেরে আইএলটি–টোয়েন্টি অভিযান শেষ হয় দুবাই ক্যাপিটালসের। আগে ব্যাট করে আবুধাবি তোলে ৭ উইকেটে ১৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে দুবাই গুটিয়ে যায় মাত্র ১০৮ রানে। ফলে ৫০ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় দলটিকে।

এরপর মুস্তাফিজের অভাব নিয়ে বলতে গিয়ে নবি স্বীকার করেন, 'ফিজ আমাদের জন্য অনেক মূল্যবান প্লেয়ার সেই সঙ্গে উইকেট টেকারও। তাকে অনেক মিস করছি কারণ সে ডেথে বল করে রান আটকে রাখত। এমনকি উইকেটও নিত। হ্যা আমরা তাকে মিস করছি।'

আরো পড়ুন: