জাকেরকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালীর

বিপিএল
জাকেরকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালীর
বাংলাদেশের জার্সিতে জাকের আলী অনিক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই তারা দলে নিয়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে। বিদেশি হিসেবে তারা সাইন করিয়েছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে। নিলামেও একের পর এক চমক দেখিয়েছে তারা।

বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ততে তারা পরপর দুই ডাকে দলে নিয়েছে জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। এর বাইরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তারকাদের মধ্যে অনেকেই আছেন দলটিতে। এমন তারকা সমৃদ্ধ দলের অধিনায়কত্ব কে করবেন এমন প্রশ্ন চারদিকে। এর মধ্যে সৌম্য সরকারের খুব বেশি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই।

সেই তুলনায় জাকের দলটির অন্যতম বড় পছন্দ হতে পারেন বলে ধারণা ছিল। কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলকে জিতিয়েছেন সিরিজও। তবে দলটির নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জাকেরের অধিনায়কত্ব তার পছন্দ না। ফলে জাকের যে দলটির অধিনায়ক হচ্ছেন না তা নিশ্চিত হয়ে গেল।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'যেহেতু আমাদের কোচ আছেন খালেদ মাহমুদ সুজন। আমাদেরও একটি পরিকল্পনা আছে। কোচ হিসেবে তিনিও আমাদের মতামত জানাবেন। সৌম্য সরকার আছে, তবে জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। এটাই বাস্তবতা। জাকের আলী অনিকের চেয়ে নবি-কুশল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে নেয়ার চেষ্টা থাকবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে।'

অবশ্য দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে তার পছন্দ সৌম্য। দলটিতে শ্রীলঙ্কার অভিজ্ঞ কুশল মেন্ডিস থাকলেও কেন সৌম্যকে অধিনায়ক হিসেবে চান সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন। তিনি স্থানীয় কারো উপরেই আস্থা রাখতে চান। কারণ মেন্ডিস কয়েক ম্যাচ খেলে চলে গেলে আরেকজন অধিনায়ক খুঁজতে হবে তাদের। তাই এই ঝুঁকি নিতে চান না তিনি।

সুজন বলেছিলেন, 'আমি লোকাল ছেলের প্রতি ইন্টারেস্টেড। কারণ আমার মনে হয় লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কারণ কুশল দেখবেন চার ম্যাচ পর খেলে চলে যাবে, তখন আরেকটা নতুন ক্যাপ্টেন দিতে হবে। এটা আমি চাই না। আমি চাই একটা লম্বা ক্যাপ্টেন্সি করলে ইজি হবে টিমের জন্য।'

আরো পড়ুন: জাকের আলী অনিক