চট্টগ্রাম পর্ব থেকে খুলনার হয়ে খেলবেন ডম শিবলি

ফ্র্যাঞ্চাইজি লিগ
চট্টগ্রাম পর্ব থেকে খুলনার হয়ে খেলবেন ডম শিবলি
চট্টগ্রাম পর্ব থেকে খুলনার হয়ে খেলবেন ডম শিবলি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত মুখ ছিলেন শিবলি। সেই সময়ে অ্যাশেজ সিরিজেও খেলা হয়েছে তার। সবমিলিয়ে ইংল্যান্ডের ক্যারিয়ারে ২২টি টেস্ট খেলেছেন এই ওপেনার। ব্যাট হাতে রান করেছেন এক হাজার ৪২।

২৮.৯৪ গড়ের টেস্ট ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি আছে শিবলির। ২০২১ সালের আগস্টে ভারতের বিপক্ষে শেষবার ইংল্যান্ডের জার্সি গায়ে দেন ২৯ বছর বয়সি এই ওপেনার।

এবারের বিপিএলে এখন পর্যন্ত খুব বেশি ভালো অবস্থানে নেই খুলনা। মেহেদী হাসান মিরাজের দলটি এখন পর্যন্ত খেলেছে পাঁচটি ম্যাচে, জিতেছে মাত্র দুটিতে। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান চার নম্বরে।

খুলনা টাইগার্স স্কোয়াড-

দেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, রুবেল হোসেন।

বিদেশি ক্রিকেটার: লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), দারভিশ রাসুলি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), ডম শিবলি (ইংল্যান্ড)।
 

আরো পড়ুন: ডম শিবলি