ফলে সেঞ্চুরির সুযোগ অনেকটাই কমে যায় তার। এবার সেঞ্চুরিটি পেয়েছেন ৩ নম্বরে নেমে। সানজামুলের সেঞ্চুরিতে ভর করে চতুর্থ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ২৭৫ রান করেছে রাজশাহী বিভাগ। সানজামুল খেলেছেন ১১২ রানের ইনিংস। ১৬৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রাজশাহী বিভাগের এই ব্যাটার। শেষ বেলায় তিনি বোল্ড হন সালাউদ্দিন শাকিলের বলে।
এদিন শুরুটা ভালো ছিল না রাজশাহীর। ৫ ওভারের মধ্যেই তারা হারায় ২ ওপেনারকে। তানজিদ হাসান তামিম এদিন ৭ রান করেই ফিরেছেন। ১৫ রান করে আউট হয়ে যান সাব্বির হোসেন। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন সানজামুল। রাজশাহীর হয়ে আর কেউই হাফ সেঞ্চুরিও তুলতে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন সাব্বির রহমান। ৩২ রান করেছেন তাওহীদ হৃদয়। ৪টি উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম সিয়াম। ৩টি উইকেট নিয়েছেন শাকিল। একটি উইকেট নিয়েছেন এনামুল হক ও আনিসুল ইসলাম।
আরেক ম্যাচে রংপুরের হয়ে এদিন ৫ উইকেট তুলে নিয়েছেন রবিউল হক। তার বোলিং তোপে মাত্র ১৯৬ রানে অল আউট হয়ে গিয়েছে বরিশাল বিভাগ। জবাবে খেলতে নেমে ২ উইকেটে ৪৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বরিশাল। দলটির হয়ে ২১ রান করে অপরাজিত আছেন নবিন ইসলাম। আর ৬ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ নাইম ইসলাম।
এর আগে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বরিশালের হয়ে। রাব্বি একাই একপ্রান্ত আগলে রেখে ১৩৩ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন। বাকি কেউই ত্রিশের কোটা পাড় হতে পারেননি। রবিউলের পাঁচ উইকেটের দিনে ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। আর একটি করে উইকেট পেয়েছেন নবিন ইসলাম ও রিশাদ হোসেন।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৯০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ বিভাগ। টস জিতে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ শুরুটা ভালো করতে পারেনি। দ্রুতই আউট হয়ে গেছেন দুই ওপেনার নাইম শেখ ও মাহফিজুল ইসলাম।
এদিন অভিষেক হওয়া আজিজুল হাকিম তামিম করেছেন ৩৬ রান। ষষ্ঠ উইকেটে আইচ মোল্লা ও শুভাগত হোম মিলে দলকে টেনেছেন। ১০৬ রানেই তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে ৬৫ রান করেন আইচ। আর শুভাগতর ব্যাট থেকে আসে ৫৪ রান। দুজনই শিকার হয়েছেন নাইম হাসানের। মোট ৩টি উইকেট নিয়েছেন তিনি।
নবম উইকেটে অবিচ্ছিন্ন ৫৮ রান তুলেছেন আরিফ আহমেদ ও মারুফ মৃধা। আর তাতেই কিছুটা স্বস্তি নিয়ে দিন শেষ করতে পেরেছে ময়মনসিংহ বিভাগ। চট্টগ্রামের হয়ে নাইমের ৩টি ছাড়াও দুটি উইকেট নিয়েছেন ইরফান হোসেন। একটি উইকেট নেন ফরহাদ হোসেন, মোহাম্মদ রুবেল ও আশরাফুল হাসান।