সোহানের সেঞ্চুরির পর আকবরের ৫ বলে ৫ ছক্কা, জিতল বাংলাদেশ

বাংলাদেশ
সোহানের সেঞ্চুরির পর আকবরের ৫ বলে ৫ ছক্কা, জিতল বাংলাদেশ
হাবিবুর রহমান সোহান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২৪ বলে ৮৮ রান—স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়তে হাবিবুর রহমান সোহানের প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। তিন বলেও সেই রান করতে পারলে সাহিল চৌহানের সঙ্গে যৌথভাবে সবার উপরে থাকতেন বাংলাদেশের এই ওপেনার। তবে সোহান দুইটার একটাও করতে পারেননি। ৮৮ থেকে ১০০ রানে পৌঁছাতে সোহান খেলেছিলেন আরও ১১ বল।

কিঞ্চিত শাহর অফ স্টাম্পের বাইরের বলে লং অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৩৫ বলে সেঞ্চুরি করেন সোহান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তরুণ ব্যাটারের প্রথম সেঞ্চুরি। সোহানের সেঞ্চুরির ওভারে কিঞ্চিতকে টানা পাঁচ বলে ৫ ছক্কা মেরেছেন আকবর আলী। সোহানের সেঞ্চুরির সঙ্গে আকবরের ১৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসে হংকং ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

কাতারের দোহায় জয়ের জন্য ১৬৮ রানের বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সোহান ও জিসান আলম। তাদের দুজনের ব্যাটে ভালো শুরু পায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই আতিককে তিন ছক্কা মারেন সোহান। পরের ওভারে নাসরুল্লাহ রানাকে তিনটি চারের সঙ্গে একটি ছক্কাও মেরেছেন ডানহাতি এই ওপেনার। তৃতীয় ওভারে ইয়াসিম মুর্তজাকে মেরেছেন দুইটি ছক্কা ও একটি চার।

মারকুটে ব্যাটিংয়ে মাত্র ১৪ বলেই হাফ সেঞ্চুরি করেন সোহান। ছাড়িয়ে গেছেন লিটন দাসকে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। হাফ সেঞ্চুরির পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন সোহান। চতুর্থ ওভারে এহসান খানকে দুইটি করে ছক্কা ও চার মেরেছেন। পঞ্চম ওভারে আতিককে মেরেছেন দুই ছক্কা ও একটি চার।

পাওয়ার প্লের শেষ ওভারে এসে হাতখুলে খেলা শুরু করেন আরেক ওপেনার জিসান। এইজাজ খানকে মারেন তিনটা চার। তাদের দুজনের আক্রমণাত্বক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়েছেন জিসান। এহসানের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা ডানহাতি এই ওপেনার।

একটু পর আউট হয়েছেন জাওয়াদ আবরারও। এইজাজের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ওপেনার। পরবর্তীতে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন সোহান। সেঞ্চুরি পাওয়ার পর আর ব্যাটিংয়ের পাননি তিনি। ওই ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন আকবর। বাংলাদেশের অধিনায়ক অপরাজিত ছিলেন ১৩ বলে ৪১ রানের ইনিংস খেলে।

এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন বাবর হায়াত। এ ছাড়া ইয়াসিম ২২ বলে ৪০ ও কিঞ্চিত ৪ বলে করেছেন ২০ রান। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রিপন মণ্ডল ও এসএম মেহেরব। একটি উইকেট পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।

আরো পড়ুন: বাংলাদেশ 'এ' দল