আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে কলকাতা, সবচেয়ে কম মুম্বাইয়ের

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে কলকাতা, সবচেয়ে কম মুম্বাইয়ের
আজিঙ্কা রাহানে ও হার্দিক পান্ডিয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের মিনি নিলামকে সামনে রেখে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন ও রিলিজ তালিকা জমা দিয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। সব দলই ১৫ নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তালিকা জমা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।

এবারের নিলামের আগে সবচেয়ে বড় ট্রেড হয়েছে সঞ্জু স্যামসনের। তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। বিপরীতে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪,৩ কোটি রুপি। এ ছাড়া নিলামে ৩৫.৫ কোটি রুপি হাতে নিয়ে লড়াইয়ে নামছে সানরাইজার্স হায়দরাবাদও।

আইপিএল ২০২৬ নিলামের আগে ১০ দলের হাতে যত টাকা-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি

দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি

কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি

চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি

সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি

লখনউ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি

রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি

গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি

পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি

মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি

আরো পড়ুন: আইপিএল