পিএসএল ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ ক্রিকেটার
ছবি: ক্রিকফ্রেঞ্জি
এবার সিলভার ক্যাটাগরিতে নাম দেয়া বাংলাদেশের ২১ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পিসিবি। যেখানে পেসার শরিফুল ইসলামের সঙ্গে আছেন আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহিদুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী রাব্বি এবং জাকির হাসান।
বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। যেখানে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট।
এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।
পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকা-
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরি-
মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয়।
সিলভার ক্যাটাগরি-
আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী রাব্বি এবং জাকির হাসান।