
পাকিস্তান সিরিজ শেষ শরিফুলের
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
সিলেটের উইকেটে বাড়তি বাউন্স ও মুভমেন্ট পেয়ে নিজেদের মেলে ধরলেন সৈয়দ খালেদ আহমেদ-শরিফুল ইসলাম। নতুন বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের টপ অর্ডার ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার। তাদের দুজনের আগুনে বোলিংয়ে ডেল ফিলিপস, ম্যাট বয়েল, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি ফিরলেন রানের খাতা খোলার আগেই। কিউইদের ১৪৭ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৭ উইকেটে। ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, বোলাররা বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছেন।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হাফ সেঞ্চুরি পাওয়ার পরের চার ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পাননি সৌম্য সররকার। কয়েক ম্যাচ পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৮০ রান করেন বাঁহাতি এই ব্যাটার। সৌম্যর এমন ব্যাটিংয়ের দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়ও। শেষের দিকে জাকের আলী অনিকের খেলেছেন ৪৯ রানের ইনিংস। তাদের এমন ব্যাটিংয়ের পরও তিনশ ছুঁতে পারেনি লিজেন্ডস রূপগঞ্জ।
পারিশ্রমিকের এক টাকাও না পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন চিটাগং কিংসের ক্যাম্প ছেড়েছিলেন পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে চিটাগংয়ের সঙ্গে আবারও যোগ দেয়ায় পেয়েছিলেন পারিশ্রমিকের ৫০ শতাংশ। বিপিএল শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও বাকি ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝে পাননি বাঁহাতি এই ওপেনার। ইমনের পাশাপাশি পেসার শরিফুল ইসলাম ও চিটাগংয়ের আরও বেশ কয়েকজন ক্রিকেটারই পুরো টাকা বুঝে পাননি বলে নিশ্চিত করেছেন ইমন নিজেই।
গত বছরের জুলাইয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার বল হাতে ছন্দে নেই তখন থেকেই। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ডাক পড়েনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। বাঁহাতি পেসারের চলমান বিপিএলের পারফরম্যান্সও ভালো-মন্দের মিশেলে। একটু একটু করে নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার মিশনে থাকা শরিফুলের নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ মিলতে পারে ইংল্যান্ডে।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। দলে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। বিপিএলের শুরুর দিকে মোটেই ছন্দে ছিলেন না বাঁহাতি এই পেসার। তার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা মেলেনি তার। চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও ওয়ানডে ফরম্যাটে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সঙ্গে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের কথাও নিশ্চিত হওয়া গেছে কদিন আগে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হয়ে বছর শেষ করেছিলেন শরিফুল ইসলাম। গোছানো বোলিংয়ে ২০২৩ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন বাঁহাতি এই পেসার। আগের বছরের আত্মবিশ্বাসের দেখা মিলেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। নতুন বলে সুইং আর স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়েছেন শরিফুল। দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট। এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।
ইতিহাস গড়তে ২৩ বলে বাংলাদেশের যুবাদের প্রয়োজন মাত্র ১ রান। ততক্ষণে আনন্দের বন্যা বয়ে গেছে বাংলার হাটে-বাজারে, মাঠে প্রান্তরে কিংবা বাংলার প্রতিটি ঘরে ঘরে। সাত-সমুদ্র, তেরো নদী পেরিয়ে সাউথ আফ্রিকার মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপের সুবাস ছড়িয়ে গেছে ১৮ কোটি মানুষের বাংলাদেশে।