promotional_ad

তারকায় ঠাঁসা বরিশালকে হারিয়ে রংপুরের হ্যাটট্রিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি
চলতি বিপিএলের অন্যতম দুই শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলের লড়াইয়ে তাই বাড়তি উত্তাপ ছিল হিমশীতল আবহাওয়ায়। টানা দুই ম্যাচ জিতে এবারের বিপিএলে ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। তারকায় ঠাঁসা বরিশালকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের জয়রথ আরও লম্বা করল রংপুর। এক ওভারের মধ্যেই ২ উইকেট হারানোর পর রংপুরের ইনিংসের হাল ধরেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। এই দুজনেই অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটি গড়ে ৫ ওভার হাতে রেখেই রংপুরকে বড় জয় উপহার দিয়েছেন। সাইফ হাফ সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬২ রান করে। আর হেলস অপরাজিত ৪৯ রানে।

promotional_ad

এই ম্যাচে জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না রংপুরের জন্য। তবে এমন লক্ষ্য তাড়ায়ও দ্রুতই উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। অভিষিক্ত ইকবাল হোসেন ইমনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে থাকা মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়েছেন আজিজুল হক তামিম। 


রংপুরের হয়ে বিপিএলে অভিষেক হওয়া যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। তিনে নেমে সুবিধা করতে পারেননি তৌফিক খান তুষার। একই ওভারে ডানহাতি এই ব্যাটারকে নিজের শিকার বানিয়েছেন ইমন। ডানহাতি পেসারের বলে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তৌফিক। এক ওভারে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে রংপুর। 


যদিও সেখান থেকে তাদেরকে টেনে তোলেন হেলস ও সাইফ। তাদের দুজনের সাবধানী ব্যাটিংয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকে রংপুর। ইমনের বলে ফিরে যেতে পারতেন হেলস। তবে তরুণ পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে এসে ডিপ কভারে তাওহীদ হৃদয়ের ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি। প্রথম ম্যাচে চল্লিশ পেরোনো ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ছিলেন সাইফ। 


promotional_ad

বরিশালের বিপক্ষে দলের প্রত্যাশা মিটিয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। ম্যাচের একদম  শেষদিকে ব্যক্তিগত ৪২ রানে হেলসকে জীবন দেন তামিম ইকবাল। পুল করতে গিয়েছিলেন হেলস। তবে ব্যাটে বলে করতে পারেননি। এরপর লং অনের সীমানায় সহজ ক্যাচ নিতে পারেননি বরিশাল অধিনায়ক। এরপর ফাহিম আশরাফকে ছক্কা মেরে রংপুরকে জিতিয়ে মাঠ ছাড়েন হেলস।


টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিলেও সেটার ধারাবাহিকতা দেখাতে পারেননি বরিশালের ব্যাটাররা। প্রথম ম্যাচের মতো এবারও ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনে নেমে হৃদয়ও ফিরেছেন দ্রুতই। এক প্রান্তে তামিম ইকবাল ঝড়ো ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি ওপেনারকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছেন নাহিদ রানা। 


বরিশালের অধিনায়ক ১৮ বলে ২৮ রান করে আউট হয়েছেন। কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দুর্বার রাজশাহীর বিপক্ষে লোয়ার অর্ডারে আলো ছড়ানো শাহীন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফও কিছু করে দেখাতে পারেননি। শেষদিকে নবির ২১ রানের উপর ভর করে ১২৪ রানের পুঁজি পায় বরিশাল। রংপুরের হয়ে খুশদিল শাহ তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন নাহিদ ও ইফতিখার।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball