রাজি থাকলে তামিমকে দলে চায় বরিশালের মালিকানা চাওয়া ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স। তবে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের আশা ভরসা হয়ে উঠে ঢাকা ডায়নামাইটস। তারকা ক্রিকেটার দলে নেয়ার পাশাপাশি পেশাদারিত্বে সবার নজর কাড়ে তারা। একটা সময় স্টেডিয়াম পাড়ায় ‘জিতবে ঢাকা দেখবে দেশ’ স্লোগানে মুখরিত হতো সব। একটা সময় তারাও বিপিএলে ছেড়েছে।