২ দিনে শেষ টেস্ট, অস্ট্রেলিয়ার লোকসান ২৪ কোটি

আন্তর্জাতিক
২ দিনে শেষ টেস্ট, অস্ট্রেলিয়ার লোকসান ২৪ কোটি
পার্থে ৭ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মর্যাদার লড়াই অ্যাশেজ। দুই দলের জন্য সিরিজটি অলিখিত যুদ্ধেরও। মাঠ ও মাঠের বাইরে অ্যাশেজে থাকে উত্তপ্ত অবস্থা। এবারও অ্যাশেজ নিয়ে বাড়তি উন্মাদনা টের পাওয়া যাচ্ছি। তবে সেই উন্মাদনা লোকসানে রূপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য। পার্থে সিরিজের প্রথম টেস্ট মাত্র দুদিনেই শেষ হওয়ায় মিলিয়ন ডলারের লোকসান গুনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

সিরিজের প্রথম ম্যাচে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা। তবে তিনদিন বাকি থাকায় ফলে তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে অর্থের অঙ্কটা ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার ওপরে। এই ম্যাচে রেকর্ড ১ লাখ ১ হাজার ৫১৪ দর্শক মাঠে এসেছিলেন। এর মধ্যে শুক্রবার ৫১,৫৩১, আর শনিবার ৪৯,৯৮৩।

এর ফলে ভেঙে যায় গত বছরের পার্থ টেস্টের রেকর্ড। সেবারও পাঁচদিন খেলা হয়নি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি। ভারত জয় তুলে নিয়েছিল চতুর্থদিনেই। তৃতীয় দিনেও প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। শনিবার দ্বিতীয় দিনের শুরুর আগে যখন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিন অর্ধেক মজা করেই বলেছিলেন, টেস্টটা তৃতীয় দিন পর্যন্ত টিকবে কিনা তা নিয়েই চিন্তা ছিল।

তার কথাই সত্যি হয়েছে। ম্যাচ শেষে সেই ক্ষতির কথাই তুলে ধরেছেন গ্রিন। তিনি গণমাধ্যমকে বলেন, 'অনেক অংশীদারেরই ক্ষতি হবে। প্রথমত সম্প্রচার সংস্থার। আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে, বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায়। আমাদের স্পনসর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি। এই সিরিজের আর্থিক প্রভাব অনেক বড়।’

গত মাসের বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লোকসানের কথা। আর্থিক পারফরম্যান্স নিয়ে শক্ত সমালোচনা করেছিলেন ক্রিকেট ভিক্টোরিয়ার চেয়ারম্যান রস হেপবার্ন। ওই লোকসান হিসাবের মধ্যে ভারতীয় দলের পাঁচ টেস্টের সফরও ধরা ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড ব্যাখ্যা দিয়েছিলেন, 'যদি একই অর্থবছরে থাকত, আর্থিক ছবিটাই আলাদা হতো। তবুও এখন আমরা ২০ মিলিয়ন ডলারের বেশি উন্নতি করেছি। পরের বছর তো আরও ঐতিহাসিক হতে যাচ্ছে—সর্বোচ্চ দর্শক, সর্বোচ্চ ভিউয়ারশিপ, সর্বোচ্চ স্পনসরশিপ।'

আরো পড়ুন: অ্যাশেজ